মোস্তফাপুর আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরে ঐতিহ্যবাহী মোস্তফাপুর গ্রামে এক মনোরম ও নিরিবিল পরিবেশে অবস্থিত। ১লা জানুয়ারী ১৯৭৪ ইং সালে স্থানীয় তৎকালীন মন্ত্রী জনাব মোদাব্বির হোসেন চৌধুরী, জনাব ইছমত আহমদ চৌধুরী সাবেক এমপি ও স্থানীয় সমাজ হিতৌষী ব্যাক্তবর্গের ভূমির উপর এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুসরন করে ১৯৮২ ইং সালে এমপিও ভূক্ত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি বিষয় ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। ইহা দেশ ও জাতির নেতৃত্বদানকারী আলেম উলামা, ইসলামী চিন্তাবিদ, লেখক, গভেষক ছাড়াও সাধারন শিক্ষার উচ্চ স্তরের শিক্ষাবিদ এবং বিভিন্ন বিষয়ে পারদর্শীসহ রাষ্ট্র পরিচালনায় অনেক যোগ্য কর্মকর্তা, ও নেতা সৃষ্টি করেছে। এখান থেকে শিক্ষা গ্রহন করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে দেশ ও প্রবাসে অনেকেই রাষ্ট্র ও সমাজের অনেক উচ্চ স্তরে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।
আমরা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করে আসছি। এক্ষেত্রে দেশ ও প্রবাসের সকল মহলের আন্তরিক সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্বরণ করছি। যারা এ প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করে ইহলোক ত্যাগ করেছেন, আমরা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আ’লামিনের নিকট তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি আদর্শ মানুষ গড়ার কেন্দ্রবিন্দু হিসেবে সিলেট বিভাগের ইসলামী শিক্ষা বিশেষ করে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সত্যিকার আশার আলো হোক। এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা।
মোঃ আব্দুন নূর
সুপারিন্টেন্ডেন্ট
মোস্তফাপুর আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা